
মুক্তাগাছায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
“কৃষিই সমৃদ্ধি” স্লোগানে ২০২৪-২৫ অর্থবছরের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ময়মনসিংহের মুক্তাগাছায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণের সমাপনী দিন অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভিনের সভাপতিত্বে এই কর্মশালায় প্রশিক্ষণের প্রথম দিনে অতিথিবৃন্দ উপস্থিত হয়ে প্রশিক্ষণ পরিাদর্শন করেন। অতিথিরা হলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. উম্মে হাবিবা, প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম, ডিপিডি মো. আব্দুল্লাহ আল আমিন, প্রকল্প মনিটরিং অফিসার মো: খায়রুল আমিন, এডিডি (শস্য) তাহমিনা ইয়াসমিন, এডিডি (উদ্যান) এসএস ফারহানা হোসেন প্রমুখ ।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রতিদিন ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা তেল জাতীয় ফসলসহ বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদনের সহজ ও কার্যকর উপায় সম্পর্কে জানতে পেরেছেন, যা তাদের কৃষিকাজে সহায়ক হবে।
এসময় উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা থেকে আগত প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
এই কর্মশালার মাধ্যমে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বিষয়ে কৃষকদের দক্ষতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।