
এপিবিএন সুপার লীগ সিজন-২ : শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন এসএসসি ২০২৪ ব্যাচ
বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় অনুষ্ঠিত এপিবিএন সুপার লীগ সিজন-২ এর ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যাচ।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ২০২৪ ব্যাচ বনাম ২০১৯ ব্যাচ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। শেষ পর্যন্ত ২০২৪ ব্যাচ জয় ছিনিয়ে নেয় এবং চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরে।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপিবিএন সুপার লীগ ২০২৫ এর আহ্বায়ক লুৎফুন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কুতুব উদ্দিন, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানিয়া আক্তার মুন্নী, সহধর্মিণী, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং মোঃ বসির উদ্দিন, প্রধান শিক্ষক, ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠান শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। টুর্নামেন্ট জুড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক খেলা সকলকে মুগ্ধ করেছে বলে জানান আয়োজকরা।