
মুক্তাগাছায় পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নাইট ক্রিকেট ফাইনাল: চ্যাম্পিয়ন নন্দীবাড়ী টাইটান ক্লাব
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে “নাইট ক্রিকেট ফাইনাল ম্যাচ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি শুক্রবার সন্ধায় ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভায় নন্দীবাড়ী বটতলা মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে নন্দীবাড়ী টাইটান ক্লাব চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে, আর নন্দীবাড়ী লায়ন্স ক্লাব রানার্সআপ হয়।
৮নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি ও মুক্তাগাছা পৌরসভার সাবেক কমিশনার মোঃ মোজাম্মেল হক লালুর সভাপতিত্ব খেলায় সঞ্চালনা করেন মো: আব্দুল্লাহ মির্জা ।
১২ অভারের খেলায় প্রথমে টচে জিতে ব্যাটের সিন্ধান্ত নেয় নন্দীবাড়ী টাইটান ক্লাব । দুই দলের প্রতিযোগিতামূলক পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। নন্দীবাড়ী টাইটান ক্লাব তাদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে প্রতিপক্ষ নন্দীবাড়ী লায়ন্স ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ শহীদুল ইসলাম শহীদ । এসময় তিনি সংক্ষিপ্ত বক্তবে বলেন খেলাধুলা শরীর ও মন দুটকেই সুস্থ ও সবল রাখে । তিনি আরো বলেন ক্রিকেট খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত রাখা ও সুস্থ বিনোদন দেওয়াই আমাদের লক্ষ্য।”
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুর্শিদুজ্জামান খান সাইফুল, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, মুক্তাগাছা, মোঃ হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি, মুক্তাগাছা, মোঃ আরিফ রব্বানী টুটুল, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি, মুক্তাগাছা। মোঃ আজাদ খান বিটুল, সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রদল । মোঃ মোখলেছুর রহমান, সাবেক সভাপতি, উপজেলা যুবদল, মুক্তাগাছা। মোঃ আকবর আলী বাদশা, সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড পৌর বিএনপি, মুক্তাগাছা। মোঃ মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক, ৮নং ওয়ার্ড পৌর বিএনপি, মুক্তাগাছা। এস. এম. হিরণ, আহ্বায়ক, স্বেচ্ছাসেবকদল, মুক্তাগাছা পৌর শাখা। মোঃ মনিরুজ্জামান পরাগ, সদস্য সচিব, স্বেচ্ছাসেবকদল, মুক্তাগাছা পৌর শাখা। মোঃ কামরুজ্জামান (জামান), সদস্য, স্বেচ্ছাসেবকদল, মুক্তাগাছা পৌর শাখা।
উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মো: হাফিজ ফরাজী , যুবদল নেতা মো: রাকিবুল ইসলাম রাকিব , মামুন প্রমুখ ।
এই ধরনের আয়োজনে স্পোর্টসম্যানশিপের চেতনা বৃদ্ধি পায় এবং যুবসমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়তা করে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।