
ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পৌর শহরের ৮ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ওয়ার্ডের বাইতুস সালাম জামে মসজিদ প্রাঙ্গনে বিকেল থেকেই ইফতার তৈরীর প্রস্তুতি শুরু করেন আয়োজকরা। ইফতারের পূর্বে মুহূর্তে ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিকদল নেতা হাবিবুর রহমান হবির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র মোঃ শহিদুল ইসলাম শহীদ। প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র রমজানের মাহাত্ম্য ও গুরুত্ব তুলে ধরেন সেই সাথে সকলকে ঐক্যবদ্ধ থেকে বিএনপি’র সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার আহবান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশেদুজ্জামান খান সাইফুল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি, উপজেলা সমবায় দলের আহ্বায়ক শহীদুর রহমান সোহেল প্রমুখ।
এছাড়াও ইফতার মাহফিলে আরো অংশগ্রহণ করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আকবর হোসেন বাদশা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সুলতান মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মোঃ মোখলেছুর রহমান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সিদ্দিক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিরণ, ৬ নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কবির, যুবদল নেতা মিঠুন, সুমন মন্ডল, রাকিবুল হাসান, মামুন, হাবিল, আনোয়ার হোসেন শরীফ প্রমুখ ।
আলোচনা শেষে ইফতার পুর্ব দোয়ায় তারেক রহমান সহ তার স্বপরিবারের সুস্থতা কামনা করা হয় ।