ধর্মসারাদেশ

ঝালকাঠিতে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার ও আলোচনা সভা

ঝালকাঠিতে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার ও আলোচনা সভা

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের আয়োজনে শহরের ফায়ারসার্ভিস মোড়স্থ একটি আধুনিক রেস্তোরায় বৃহস্পতিবার এ ইফতার অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তৃতা করেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মাওলানা হাফিজুর রহমান, জামায়াত মনোনীত ঝালকাঠি-০২(সদর-নলছিট)

আসনের এমপি প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা শেখ নেয়ামুল করীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, পৌর বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাসিমুল হাসান।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন মল্লিক, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাও. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাও. ক্বারী ইব্রাহিম আল হাদী, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক আল ইফতেখার লিখন, সদস্য সচিব রাইয়ান বিন কামাল, ছাত্রনেতা ইয়াছিন ফেরদৌস ইফতি।

পরিচালনা করেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক, দোয়া মোনাজাত পরিচালনা করেন সহকারী সেক্রেটারী ও জেলা কাজী সমিতিন সভাপতি মাও. আ. হাই। এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার সুশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারপূর্ব মুহুর্তে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button