মাত্র ১০০ টাকায় আল খিদমাহ হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের আউটডোর সেবা

মাত্র ১০০ টাকায় আল খিদমাহ হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের আউটডোর সেবা
নিজস্ব প্রতিনিধি:
সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে আল খিদমাহ হাসপাতাল মাত্র ১০০ টাকায় আউটডোর চিকিৎসা সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে রোগীরা অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা নিতে পারবেন, যা অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক সাশ্রয়ী ও সুবিধাজনক। এমনটাই বলছিলেন আগত সেবাগ্রহীতারা বক্তব্য –
বলছিলাম ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার স্বনামধ্যন্ন সেবামুলক প্রতিষ্ঠান আল খিদমাহ হাসপাতাল এর কথা । এ নিয়ে বিস্তারিত থাকছে ইফতে খায়রুলের তথ্য চিত্রে থাকছে
হাসপাতাল কর্তৃপক্ষ জানান আউটডোর সেবার মাধ্যমে মাত্র ১০০ টাকায় চিকিৎসা পরামর্শ – কম খরচে মানসম্মত চিকিৎসা সেবা পাওয়া যায়। অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক – সাধারণ রোগ থেকে শুরু করে জটিল সমস্যার জন্যও দক্ষ চিকিৎসকরা আছেন।এই কার্যক্রম প্রতি শবিবার থেকে বৃহ: সকাল ৮টা – দুপুর ২ টার সময়ে পর্যন্ত সময়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আগত চিকিৎসক দের সাথে কথা বলে জানা যায় ,
সব ধরনের রোগের প্রাথমিক চিকিৎসা – সর্দি, জ্বর, পেটের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, চর্মরোগসহ বিভিন্ন সমস্যা নিয়ে আসে রোগীরা । প্রয়োজনে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয় , যদি বিশেষজ্ঞ পরামর্শ বা উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, তবে দ্রুত রোগীকে যথাযথ বিভাগে রেফার করা হয়।
হাসপাতাল সম্পর্কে কথা হয় পরিচালক বাবুল সাহেবের সাথে তিনি জানান ,
স্বাস্থ্য পরীক্ষা, ল্যাব সুবিধা ও আধুনিক ল্যাবরেটরিতে প্রয়োজনীয় টেস্ট করানোর সুবিধা রয়েছে । এছাড়াও সর্বাধিক আধুনিক যন্ত্রাংশ দিয়ে পরিক্ষা নিরিক্ষা করানো হয় এখানে ,
এক সময় আমার এ উপজেলার মানুষ সাধারণ মানুষ মাইলের পর মাইল হেটে হাসপাতালে এসেছে তা থেকেই আমি অনুপ্রাণিত হয় এবং চিকিৎসাসেবা মাসুষের ঘরে বিভাবে পৌনানো যায় এবং তাদের সুস্থ রাখা যায় তা নিশ্চিত করতেই আমাদের কার্য়ক্রম ।