ঝিনাইদহে প্রতিপক্ষের গুলিতে নিহত ২

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে চোরাচালানের টাকার ভাগ–বাটোয়ারা নিয়ে শত্রুতার জের ধরে প্রতিপক্ষের গুলিতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন– একই গ্রামের শামসুল মন্ডলের ছেলে শামীম মন্ডল (৩৫) ও নয়ন মন্ডলের ছেলে মন্টু মন্ডল (৫০)। মহেশপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান ও নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম মৃধা এ সব তথ্য নিশ্চিত করেছেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, চোরাচালানের টাকার ভাগ–বাটোয়ারা নিয়ে নিহতদের সঙ্গে প্রতিপক্ষ আকালে গ্রুপের বিরোধিতা ছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। পাল্টাপাল্টি মামলাও হয়।
মো. মাহবুবুর রহমান আরও জানান, পূর্বশত্রুতার জের ধরে বুধবার বিকালে শামীম ও মন্টু মন্ডলরা আকালে মন্ডলদের বাড়িতে হামলা করে। এসময় আকালে মন্ডল অবৈধ পিস্তল বের করে গুলি বর্ষণ করে। গুলিতে শামীম মন্ডল ঘটনাস্থলে মারা যান। আর মন্টু মন্ডল গুরুতর আহত হন। তাকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে আসে।