ময়মনসিংহের মুক্তাগাছায় জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর উপজেলা কাউন্সিল অধিবেশন ২০২৪ অনুষ্ঠিত

ময়মনসিংহের মুক্তাগাছায় জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর উপজেলা কাউন্সিল অধিবেশন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিববার বিকেলে পৌর পাঠাগার মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক।
কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আব্দুল ওয়াহাবের এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা সভাপতি আল্লামা খালেক সাইফুল্লাহ সাদী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রত্যেক ওলামায়ে কেরামের সিদ্ধান্ত নেওয়া দরকার তারা এই দেশের মালিক সেই মালিকানা প্রভাব নিয়েই এ দেশে থাকতে চান
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী প্রচার সম্পাদক জয়নুল আবেদিন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় পরে একে একে বিভিন্ন বক্তা এখন বক্তাগণ বিগত সময়ে তাদের উপর করা জুলুম ও নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং আগামীর বাংলাদেশকে কুরআন ও হাদিসের আলোকে পরিচালিত একটি রাষ্ট্র হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেন তারা
আলোচনা শেষে ৪৭ জনের নাম ঘোষণা করা হয় যারা উপজেলার ও ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী সমর্থকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।