জাতীয়বিশেষ নিবন্ধ

ব্যস্ত সময় অতিবাহিত করছেন প্রতিমা তৈরির শিল্পীরা

পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন প্রতিমা তৈরির শিল্পীরা

নিজস্ব প্রতিবেদক: 

আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবম্বলীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব। আর এ পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন প্রতিমা তৈরির শিল্পীরা। শিল্পীদের রাত-দিন সমান ভাবে প্রতিমা তৈরি করতে দেখা যাচ্ছে।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৫৬ প্রহোর মাঠ, পিলখানা ও মুজাটি সহ শহর এবং গ্রামে দুর্গাপূজা মণ্ডপ নির্মান চলছে।

প্রতিমা তৈরির কারিগর বা শিল্পীরা তাদের অতি পরিশ্রমের প্রতিমা তৈরিতে তারা প্রতিযোগিতায় নেমেছেন এমনটাই বলছে স্থানীয়রা তারা আরো বলেন মুক্তাগাছা শান্তি প্রিয় এলাকা তারা দীর্ঘদিন ধরে সম্প্রীতির সাথে পূজা উদযাপন করে আসছে এবারও ব্যতিক্রম হবে না প্রত্যাশা তাদের ।

প্রতিমা তৈরি শিল্পী চঞ্চল পালের সাথে কথা হয় তিনি জানান দীর্ঘ ২০ বছরেরও বেশি সময়ধরে এ কাজ করছেন তিনি, উপজেলার সেরা ৮ থেকে ১০ টি প্রতিমা এবারও তৈরি করছেন বলে জানান তিনি ।

বিভিন্ন পূজা মণ্ডপগুলো সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ দুর্গা মণ্ডপে প্রতিমা তৈরি করতে কাদা-মাটি, বাঁশ, সুতলি দিয়ে শৈল্লিক ছোঁয়ায় তিল তিল করে গড়ে তোলা দেবী দুর্গার প্রতিমা তৈরিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির শিল্পীরা। আবার কোনো কোনো প্রতিমায় মাটি-কাদা লাগানোর পর এখন পুরোদমে প্রতিমা তৈরির শিল্পীরা প্রতিমার গায়ে রং তুলি দিয়ে রং লাগাবে।

৯৭ প্রহর মাঠ কমিটির সভাপতি শ্রী চন্দন সাহা জানান এবার একশোর বেশি পুজো মন্ডপ এই উপজেলায় করা হবে, তবে তা আমি গত বছরের তুলনায় কম। 

এদিকে দুর্গাপূজাকে সামনে রেখে শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান নবাগত অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন। তিনি বলেন পূজাকে কেন্দ্র করে তিন থেকে চার স্তরের নিরাপত্তা বেষ্টনিতে পুরো উপজেলা নিরাপত্তায় থাকবে প্রশাসন তিনি আরো বলেন দ্রুতই মাদক নির্মূলে অভিযানের নামবে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button