অপরাধ
ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক ঢাকায় গ্রেফতার

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক ঢাকায় গ্রেফতার।
হোসেন আলী, ময়মনসিংহ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে এই গ্রেফতারের তথ্য জানায় র্যাব । র্যাবের মিডিয়া উইং এর সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ আগস্ট ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
সেই ভিডিও দেখে নওশেল আহমেদ অনিকে শনাক্ত করা হয়। পরে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।