প্রথম চার ঘণ্টায় কত ভোট, বন্ধ কতটি কেন্দ্রে, জানালো ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম চার ঘণ্টায় কত ভোট পড়েছে, কতটি কেন্দ্রে ভোট বন্ধ রয়েছে এবং স্থগিতের পর কতটি কেন্দ্রে পুণরায় চালু হয়েছে সেই হিসাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, প্রথম চার ঘণ্টায় অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ১৮ দশমিক ৫০ শতাংশ।
এদিন সকাল আটটা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বেলা চারটা পর্যন্ত। অর্থাৎ আরো চার ঘণ্টার ভোটের হিসাব এখনো বাকী রয়েছে।
এদিন সহিংসতা ও অনিয়মের কারণে বেশ কয়েকটি কেন্দ্র ভোট গ্রহণ বন্ধ করা হয় বলে জানান জাহাংগীর আলম।
তিনি বলেন, তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে নরসিংদীতে একটি এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুইটি।
জোর করে ব্যালটে সিল মারার অভিযোগে এসব কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব।
এদিকে ফরিদপুরসহ বিভিন্ন জায়গায় ৫টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হলেও পরে তা আবার চালু করা হয়েছে বলেও জানান তিনি।