সর্বশেষসারাদেশ

উপজেলা সমাজসেবার ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

উপজেলা সমাজসেবার ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা সমাজসেবা আয়োজিত ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
বুধবার সকাল ১১ টায় উপজেলা সমাজ সেবা কার্যালয়ের হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আলী হায়দার ভুঁইয়া ও জেলা সমাজসেবার উপ-পরিচালক মোঃ রাজু আহমেদ ।
এসময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সরকারি-বেসরকারি-স্বায়ত্বশাসিত ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা, দুঃস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের উন্নত জীবন, বেকারত্ব ও দারিদ্র বিমোচন, প্রতিবন্ধী পূনর্বাসন, স্বাস্থ্য ও চিকিৎসাখাতে আর্থিক ও লজিস্টিক সাপোর্ট, ছিন্নমূল ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থায়ন ও প্রশিক্ষণের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন, সামাজিক অসঙ্গতি ও অবক্ষয নিরসনসহ মাদক রোধ, ভবঘুরে ও পারিবারিক পর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষের আশ্রয়স্থল ও কর্ম সৃজনে বিশেষ প্রশিক্ষণে গুরুত্বারোপ করা হয় ।

সরকারের বিভিন্ন প্রশাসনিক দপ্তর, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও মিডিয়া ব্যক্তিত্বের সমন্বিত উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও সমাজে পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষকে আর্থিক অনুদান,সেবা প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বিতা ও উন্নত সামাজিক তথা রাষ্ট্রীয় জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরকে আরে বেশি স্বচ্ছতা,জবাবদিহিতা,প্রশাসনিক দক্ষতা ও গতিশীলতার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মাজহারুল ইসলাম, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা,কর্মচারীসহ ইউনিয়ন ভিত্তিক মাঠ কর্মী অংশগ্রহণ করেন।

এছাড়াও প্রশাসনিক দক্ষতাবৃদ্ধি, স্বচ্ছতা-জবাবদিহিতা তৃণমূলে সেবার উন্নীতকরণে অর্থ বিতরণ ও উত্তোলনে প্রশ্নোত্তর ও সমাধানে গুরুত্বারোপ করা হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button