অপরাধসর্বশেষসারাদেশ

ময়মনসিংহে সাংবাদিক খুন ! গ্রেফতার ০১

ময়মনসিংহে সাংবাদিক খুন ! গ্রেফতার ০১

স্টাফ রিপোর্টারঃ

স্বপন কুমার ভদ্র (৫৫) শুধুই সদালাপী, সদা হাস্যোজ্বল ও মিশুক প্রকৃতির মানুষ ছিলেন না, রীতিমতো পেশাদার সংবাদকর্মী ও দক্ষ সংগঠক হিসাবে যথেষ্ট সুনামের অধিকারী ছিলেন । স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে দুর্নীতি, মাদক ও সামাজিক অবক্ষয় ও অসঙ্গতি’র বিরুদ্ধে তার খোর দাঁড় লেখনীর জুরি মেলা ভার !

গতকাল ময়মনসিংহ সদর উপজেলার শম্ভু গঞ্জের সব্জি বাজার এলাকায় বেলা আনুমানিক ১১.৩০ মিনিটের দিকে তিনি নৃশংস হত্যাকান্ডের শিকার হন !

সামাজিক যোগাযোগ মাধ্যম, স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে রিপোর্ট ও পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয় । ময়মনসিংহের তাঁরাকান্দা উপজেলার কাকনি ইউপি’র বাঁশতলা গ্রামের এক হিন্দু সম্ভ্রান্ত পরিবারের সদস্য জগেশ চন্দ্র ভদ্রের ছেলে স্বপন কুমার ভদ্র ব্যক্তিগত জীবনে স্ত্রী, ২ ছেলে , ১ মেয়ে, আত্মীয় স্বজন, ভক্ত অনুরাগীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।

তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের মাতম বিরাজ করছে । এলাকাবাসী অবিলম্বে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলার অবনতির পিছনে গ্রেফতারকৃত শম্ভুগঞ্জের মাঝি পাড়া এলাকার বাবুলের মাদকাসক্ত ছেলে সাগরসহ আধিপত্য বিস্তারকারী, ঘাপটি মারা অতি উৎসাহী সুবিধাবাদী ও মাদক পাচার-বিপনণ ও সেবন সিন্ডিকেটের মূলোৎপাটনের জোর দাবি জানিয়েছেন ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ মমেক হাসপাতাল মর্গে রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button