সর্বশেষ
ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা ও মেয়েরে মৃত্যু

ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা মেয়েরে মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ( ভিমরুলের ) কামড়ে মসজিদের আমাম ও দশ
বছরের এক শিশুর মৃত্যু হয়েছে ।
উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনয় বাজারের জামে মসজিদের ঈমাম
মাওলানা আবুল কাশেম ও তার দশ বছরের মেয়ে লাবিবার মৃত্যু হয়।
দুপুরে আবুল কাশেম তার দুই ছেলে মেয়েকে নিয়ে বন্যার পানিতে নৌকা নিয়ে
বাজারে আসার পথে ভিমরুলের আক্রমনে আহত হয়। এসময় স্থানীয় লোকজন দেখতে
পেয়ে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তবর্রত্য চিকিৎসক
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। অপর একজন চিকিৎসাধীন রয়েছে বলে
জানাযায় ।