
ময়মনসিংহ পার্কের দোকান উচ্ছেদ এর প্রতিবাদে হকার গোষ্ঠীর মানববন্ধন
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের মেইন গেইটের বাইরের ভ্রাম্যমান চটপটি, ফাস্টফুড ফুচকা, ঝালমুড়ি, শরবত ইত্যাদি দোকান আচমকা উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করে জয়নুল পার্ক ক্ষুদ্র হকার গোষ্ঠী।
২০ অক্টোবর ( রবিবার) সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন হকার গোষ্ঠী।
মানববন্ধনে হকার গোষ্ঠীর কয়েকজন বক্তব্য রাখেন, এসময় তারা বলেন, আমরা ২০০ পরিবার পার্কে হকারী করে ব্যবসা পরিচালনা করে জীবন ও জীবিকা নির্বাহ করে আসছি প্রায় ২০/৩০ বছর ধরে। আমাদেরকে হঠাৎ উচ্ছেদ অভিযান পরিচালনা করে জীবিকা নির্বাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমরা কি ব্যবসা বাদ দিয়ে চুরি বা ডাকাতি করবো!
অচিরেই আমাদের দাবি মেনে নেওয়া হোক, না হলে আমাদের ব্যবসা চলবে না হয় আন্দোলন চলবে। মানববন্ধন শেষে
একটি মিছিল নিয়ে সিটি কর্পোরেশন কার্যালয়ে সামনে গিয়ে তারা তাদের ৪ দফা দাবি পেশ করেন।