
ময়মনসিংহ রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হট্টগোল, অভিযান স্থগিত
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ঐতিহ্যবাহী রেল জংশন হলো ময়মনসিংহ রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ স্থাপনার দৃশ্য অকল্পনীয়।
সময়ের প্রেক্ষাপটে অন্তবতীকালীন সরকারের সময়ে এসে পূর্ব ঘোষণা অনুযায়ী ময়মনসিংহ রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করতে ২১ অক্টোবর বেলা ১২টায় কার্যক্রম শুরু করে রেলওয়ে কতৃপক্ষের টিম। কার্যক্রমের শুরুতেই তারা হাজার হাজার অবৈধ স্থাপনা রেখে মসজিদের মিনারের জায়গায় শুরু করে ফলে উপস্থিত মুসলিম সহ মসজিদ কমিটি বাঁধা দেয় এবং উচ্ছেদ অভিযানের বিপক্ষে লোকজন হট্টগোল শুরু করে। হট্টগোল এর একপর্যায়ে উচ্ছেদ অভিযান কে কেন্দ্র করে ইট, পাটকেল শুরু করে এবং হামলা চালায় উচ্ছেদ অভিযান বিপক্ষের লোকজন।
অবস্থা বেগতিক দেখে উচ্ছেদ অভিযান রেখে পাশের এক ভবনে আশ্রয় নেয় উচ্ছেদ অভিযানকারী দল। এই পরিস্থিতির খবর শুনে সেখানে হাজির হয় সেনাবাহিনীর ক্যাপ্টেন জাকির এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম।এ সময় মসজিদের ইমাম সহ রেলওয়ে স্টেশন বসবাসকারী লোকজন তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
সেনাবাহিনী পরিস্থিতি বুঝে লোকজন সরিয়ে পাশের ভবনে আশ্রয় নেওয়া উচ্ছেদ অভিযান পরিচালনাকারী টিমকে উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ভবনে পৌঁছে দেয়।
এ সময় সেনাবাহিনী উচ্ছেদ অভিযান পরিচালনাকারী টিমের সাথে কথা বলে জানান, উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করতে এসেছিলেন বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান।
এ সময় তিনি জানান, আমি এখানে তেমনকিছু ছিনি না, আমাকে যেখান থেকে বলেছে শুরু করতে সেখান থেকেই শুরু করেছি এটা যে মসজিদ ছিলো জানতাম না ।