
কঠিন সমস্যার সম্মুখীন রাশিয়া – মুক্তির উপায় কি?
অনলাইন ডেস্ক:
এক কঠিন সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে বিশ্বের পরাশক্তিধর রাষ্ট রাশিয়া। এই সংকট থেকে উত্তরণের জন্য মরিয়া হয়ে পড়েছে স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত কয়েক বছর ধরে এক দিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। অন্য দিকে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ। এই দুইয়ের জেরে রাশিয়ায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তার জেরে সে দেশে জনসংখ্যা কমতে থাকে।
এই পরিস্থিতিতে দেশের জনসংখ্যার ঘাটতি মেটাতে অভিনব পদ্ধতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১০ ও তারও বেশি সন্তান জন্মদানে উদ্বুদ্ধ করার জন্য মহিলাদেরকে মোটা অংকের অর্থ প্রদান করার ঘোষণা করেছেন পুতিন।জনসংখ্যা বাড়াতে কর্মস্থলে কাজের বিরতিতে যৌন মিলনের পরামর্শ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জন্মহার ক্রমাগত হ্রাস পাওয়ায় বিশাল দুশ্চিন্তায় পড়েছে রুশ সরকার। তাই জনসংখ্যা বাড়াতে কাজের বিরতিতেই যৌন মিলনের পরামর্শ দেওয়া হয় ।বর্তমানে রাশিয়ায় সন্তানের জন্মহার ১.৫ । স্বাভাবিক স্থিতিশীলতা বজায় রাখতে আরও বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে দেশটি।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ইয়েভজেনি শেস্তোপলভ বিষয়টির ওপর জোর দিয়ে বলেছেন, কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ত থাকার ফলে জন্মের হার ধীরে ধীরে কমে যাচ্ছে; কিন্তু এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সারাদিন ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করার পর যৌন মিলনে লিপ্ত হওয়ার সময় পাওয়া যায় না বা ক্লান্তির ফলে সেটা হয়ে ওঠে না। তাই কর্মক্ষেত্রে বিরতির সময় যৌন মিলনে লিপ্ত হওয়ার আহ্বান জানিয়েছেন পুতিন।
১৯৯৯ সালের পর থেকে রাশিয়ার জন্মহার উল্লেখযোগ্যভাবে কমেছে। রাশিয়ায় জন্মহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে –
তার মধ্যে ১ নাম্বারে ১৮ থেকে ৪০ বছর বয়সি নারীদের প্রজনন ক্ষমতা মূল্যায়ন করার জন্য বিনামূল্যে উর্বরতা পরীক্ষা করানো হবে।
দ্বিতীয়ত নারী কর্মচারীদের সন্তান ধারণে উৎসাহিত করার জন্য নিয়োগকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।
তৃতীয় রাশিয়ার চেলিয়াবিনস্ক এলাকায় ২৪ বছরের কম বয়সি নারীদের প্রথম সন্তান জন্ম দেয়ার জন্য ৮,৫০০ পাউন্ড দেওয়ার ঘোষণা।
৪) একান্ত প্রয়োজন ছাড়া গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে। কোনোভাবেই বিনাকারণে গর্ভপাত করানো যাবে না বলে জানিয়েছে রুশ সরকার।
৫) বিবাহ বিচ্ছেদকে নিরুৎসাহিত করতে বিবাহ বিচ্ছেদের ফি বাড়িয়ে দেওয়া হয়েছে ।
তবে মাত্র ১৩ লক্ষ টাকায় ১০টি সন্তানের লালন পালন কি সম্ভব? এই প্রশ্ন তুলেছেন অনেকে। তাঁদের মতে, এমনিতেই যুদ্ধের ফলে রুশ অর্থনীতি ধাক্কা খেয়েছে। এই অবস্থায় এত সন্তানের ভরণপোষণ কী ভাবে মেটাবে।জেনির কথায়, পুতিন বলেন, রাশিয়ায় যে সব পরিবারে বেশি সন্তান রয়েছে, তারাই সবচেয়ে বেশি দেশপ্রেমিক।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে প্রায় ৫০ হাজার রুশ সৈনিকের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে দেশকে জনবহুল করতে তাই মরিয়া হয়ে উঠেছেন পুতিন। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপক হারে জনসংখ্যা কমে যাওয়ায় ১৯৪৪ সালে এই বিশেষ আর্থিক পুরস্কার ঘোষণা করেছিলেন সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি বন্ধ হয়ে গিয়েছিল। জনসংখ্যা বাড়াতে গত ১৬ অগস্ট আবার এই আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন পুতিন। চলতি বছরের শুরুতে রাশিয়ার জনসংখ্যা ছিল ১৪ কোটি ৬০ লক্ষ।এরই মধ্যে, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কোনও বিরতি নেই। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ক্রিমিয়ায় একটি গোলাবারুদের গুদামে হামলা চালানো হয়েছে।
ক্রিমিয়ার ডিজানকোই শহরের কাছে এই গুদামে বিস্ফোরণের পর নিকটবর্তী বিভিন্ন অবকাঠামোরও ক্ষতি হয়েছে, এবং প্রায় ২০০০ মানুষকে সেখান থেকে সরিয়ে নিতে হয়েছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম।
মাত্র এক সপ্তাহ আগে ক্রমিয়ায় রাশিয়ার একটি বিমান ঘাঁটিতেও হামলা হয়েছিল, যেটিকে ক্ষেপণাস্ত্র হামলা বলে মনে করা হচ্ছে। অভিযোগের তির ইউক্রেনের দিকে। তবে ইউক্রেনের সরকার এই দু’টি হামলার কোনওটিরই দায়িত্ব এখনও স্বীকার করেনি।