সারাদেশ

বিনোদবাড়ি আইডিয়াল কলেজের অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত

বিনোদবাড়ি আইডিয়াল কলেজের অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত
মুক্তাগাছা প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছায় বিনোদবাড়ি আইডিয়াল কলেজ এর আয়োজনে অভিভাবক সমাবেশ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার (২১ অক্টোবর) সকাল ১১ঃ৩০ মিনিটে  বিনোদবাড়ি আইডিয়াল কলেজের শিক্ষক ইসলাম শিক্ষা বিষয়ক প্রভাষক মনিরুজ্জামানের কোরাআন তেলাওয়াত এবং শ্রী কুমারী প্রেমার গীতা পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের। এরপর মোঃ সানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিনোদবাড়ি আইডিয়াল কলেজের চেয়ারম্যান বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোঃ হারুনুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আতিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এর প্রধান শিক্ষক বছির উদ্দিন, বিনোদবাড়ি আইডিয়াল কলেজের শিক্ষক মোফাজ্জল ইসলাম।

আয়োজনের সভাপতি স্বাগত বক্তব্যের প্রারম্ভেই সকলকে ধন্যবাদ জানিয়ে ষোলহিস্যা জমিদার অধ্যুষ্ষিত ও শিল্প-সাহিত্য-সংস্কৃতির চারণভূমি মুক্তাগাছার ঐতিহ্য ও ঐতিহাসিক শিক্ষা-প্রতিষ্ঠানগুলো নামকরণ এবং মুক্তাগাছার ইতিহাস তুলে ধরেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি আতিকুল ইসলাম বলেন, অভিভাবকদের সর্বাধিক সচেতন হতে হবে, সার্বক্ষণিক খোঁজ রাখতে হবে শিক্ষার্থীর সার্বিক বিষয়ে। শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে মার্জিত করার দায়িত্ব অধিকাংশই অভিভাবকদের উপর বর্তায়।

কলেজের পক্ষ থেকে ইউএনও এবং দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মোঃ রকিবুল্লাহ ও ইরসানুল আলম আরিয়ান দুইজন শিক্ষার্থীর হাতে সম্মাননা পদক তোলে দেন উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান হারুনুর রশীদ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম। আয়োজন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button