জীবনযাপনবিনোদন খবর
মনোনেশ দাস ফেসবুক সুপারস্টার

মনোনেশ দাস ফেসবুক সুপারস্টার
স্টাফ রিপোর্টার:
ফেসবুক সুপারস্টার ইত্তেফাকের সাংবাদিক মনোনেশ দাস। তিনি দুই যুগেরও বেশি সময় ধরে ইত্তেফাক সংবাদদাতা হিসেবে সুনামের সাথে কাজ করছেন ।
মনোনেশ দাস ফেসবুকে সুপারস্টার ছাড়াও ফেসবুকে অর্জন করেছেন, কনসিস্টেন্ট রিলস ক্রিয়েটর ও ডিজিটাল রাইজিং ক্রিয়েটর সন্মাননাও।
মনোনেশ দাস মফস্বল সাংবাদিকতায় অর্জন খ্যাতি পেয়েছেন চারণ সাংবাদিক ও নাগরিক হিসেবে সাংবাদিক সংবর্ধনাও পেয়েছেন কয়েক বার।
মনোনেশ দাস বলেন, বাংলাদেশ ও পৃথিবীব্যাপী বিভিন্ন ক্ষেত্রে সুপারস্টার থাকলেও ফেসবুক সুপারস্টার হিসেবে তিনি অন্য ক্ষেত্রে অবদানকারীদেরও যথাযথ সম্মান দেন।