ভাটিকাশর ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে হতদরিদ্র ১০০ জনের মাঝে খাবার বিতরণ

ভাটিকাশর ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে হতদরিদ্র ১০০ জনের মাঝে খাবার বিতরণ
ময়মনসিংহ প্রতিনিধি:
হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ সহ জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকায় মানুষের কাছে প্রশংসা পাচ্ছে ভাটিকাশর ওয়েলফেয়ার সোসাইটি। এরই ধারাবাহিকতায় ২৩ অক্টোবর ( বুধবার) ভাটিকাশর ওয়েলফেয়ার সোসাইটির সদস্য মহসিন এর আয়োজনে ১০০ জন হতদরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলী নাজিমুদ্দিন, উপদেষ্টা মন্ডলী হাজি সামছুল, সভাপতি আরিফ উদ্দিন রানা, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ- সভাপতি মীর রাসেল,সহ- সভাপতি মোস্তফা সামাদ নয়ন, সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদুজ্জামান পাপ্পু, প্রচার সম্পাদক উজ্জল মিয়া সহ প্রমুখ।
এ সময় জানা যায়, ভাটিকাশর ওয়েল ফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই নিয়ে মাসে দুইবার দরিদ্র মাঝে খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য -“নিরাপদ বসবাসের প্রতিজ্ঞায়” স্লোগান নিয়ে সোসাইটি যাত্রা শুরু করেছিলো গত ২৭/৯/২০২৪ ইং তারিখ হতে সংগঠনটি। ইতিমধ্যে রাস্তা সংস্কার, মাদক ও সন্ত্রাস নির্মূল সহ মন্দির রক্ষা পাহারা সহ বেশ কয়েকটি জনসেবা মূলক সামাজিক কার্যক্রম পরিচালনা করে জনমনে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আস্থা তৈরি করেছে ভাটিকাশর ওয়েলফেয়ার সোসাইটি। ভাটিকাশর ওয়েলেফেয়ার সোসাইটির উপদেষ্টা হিসেবে আছেন ময়মনসিংহ প্রতিদিন পত্রিকা সম্পাদক ও প্রকাশক এবং ডি এস কামিল মাদ্রাসা অধ্যক্ষ ড. মো: ইদ্রিস খান।
সোসাইটির কার্যক্রম সমূহ হলো-সবার সহযোগিতায় নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, মাদক ও সন্ত্রাস নির্মূল কার্যক্রম, পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন, রক্তদান কর্মসূচি ও গরীব অসহায়দের ফ্রী চিকিৎসা সেবা, জাকাত ফান্ড গঠন ও সুষম বণ্টন, মাসে ২ দিন দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা, নিয়মিত খেলাধুলার আয়োজন ও অনুপ্রেরণা, সিসি ক্যামেরা ও নৈশ পাহারার ব্যবস্থা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিকতা রক্ষায় অংশগ্রহণ, নিরক্ষরতা, বেকারত্ব দূরীকরণ ও মেধা বিকাশে সহায়তা করা।