শিক্ষাসর্বশেষ

আপনাদের অনুপ্রেরণায় একটি শিক্ষার্থীর জীবন বদলে যাবে- নাজনীন সুলতানা

আপনাদের অনুপ্রেরণায় একটি শিক্ষার্থীর জীবন বদলে যাবে- ইউ এন ও নাজনীন সুলতানা

ময়মনসিংহ প্রতিনিধি: 

বাবা-মায়ের পরেই স্থান হল আপনাদের(শিক্ষক)। প্রত্যক বাবা-মা চান তাদের সন্তান সু-শিক্ষায় শিক্ষিত হোক। আর এ সু-শিক্ষায় অন্তরায় হল প্রাথমিক বিদ্যালয়। সমাজ,দেশ,ও সুন্দর জাতি গঠনে ভাল মানুষের প্রয়োজন জরুরী। আর এ ভাল মানুষ তৈরিকরণের অন্যতম হাতিঁয়ার হলেন আপনারা শিক্ষক।

ছোট ছোট ছেলে মেয়েদের কে অভিবাবকরা আপনাদের কাছে পাঠায়, আপনারা আদর -সোহাগ ও সর্বোচ্চ মেধা বুদ্ধি খাটিঁয়ে তাদেরকে পাঠদান করান। আপনারা কখনো হতাশ হবেন না,আপনারা হতাশ হলে আগামির প্রজন্ম হতাশায় ভুগবে।

গতকাল ২৩ অক্টোবর বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষকদের সাথে মতবনিময় ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন ইউ এন ও নাজনীন সুলতানা ।

উপজেলা প্রশাসন সার্বক্ষণিক আপনাদের পাশে রয়েছেন এবং ভবিষৎতে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উপজেলা সহকারি কমিশনার ভূমি সৈয়দা তামান্না হোরায়রা,কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন,তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতান,উপজেলা শিক্ষা অফিসার জিবন আরা বেগম সহ সভায় আরো অনেকেই বক্তব্য রাখেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপস্থিত প্রধান শিক্ষকদের মাঝে ক্রীড়া সামগ্রী ফুটবল বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button