জবস
১৪০ কেন্দ্রে অনিয়ম, গ্রেপ্তার ৪২: ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ রোববার ভোটগ্রহণে ১৪০টি কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। এসবে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৪২ জনকে। নির্বাচন কমিশন (ইসি) আজ সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সব গণনার পর ভোটের হার বাড়তেও পারে, কমতেও পারে।
নির্বাচনের অনিয়মসহ নানা অভিযোগে সারাদেশে ভোটের দিনে নির্বাচন বর্জন করেছেন ২৮ প্রার্থী। ২৩ আসনের এসব প্রার্থীর মধ্য স্বতন্ত্রসহ অন্য দলের প্রার্থীরাও আছেন।