
পরিবেশ অধিদপ্তরের অভিযানে ভালুকায় ইটভাটার ১২০ ফুট উচ্চতার চিমনি ধ্বংস করা হয়েছে ।
পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের নির্দেশনা মোতাবেক ২৩ অক্টোবর ( বুধবার) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের এম এম আর ব্রিকস (মনু ব্রিকস) নামক ইটভাটার ১২০ ফুট উচ্চতার চিমনি ধ্বংস করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলামসহ পরিদর্শন টিম উপস্থিত ছিলেন।
এ বিষয় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম জানান, প্রকৃতির পরিবেশ ঠিক রাখতে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।