জাতীয়বিনোদন খবরসর্বশেষ

৫১ তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

ময়মনসিংহে ৫১ তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি পদ্ম- অঞ্চল, ময়মনসিংহ এর ৫১ তম গ্রীষ্মকালীন সাঁতার (বালক/বালিকা) প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ময়মনসিংহ আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চল এর বাস্তবায়নে ২৩ অক্টোবর ( বুধবার ) সকাল ৯ টায় জেলা সুইমিংপুল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মো: আবু তাহের।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ পরিচালক রওশন আরা খান এর সভাপতিত্বে প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সচিব প্রফেসর মো: শফিউদ্দিন সেখ। প্রতিযোগিতা অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা স্কুলের শিক্ষক মোর্তুজ আলী ও গোলাম হায়দার বাদল। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মোঃ আল আমিন, জেলা সুইমিংপুল এর প্রশিক্ষক আব্দুস ছামাদ কাজল সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা সহ প্রমুখ।

এছাড়াও প্রতিযোগিতায় বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ছেলে মেয়েদের বিভিন্ন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button