কুষ্টিয়া

‘চলমান সিস্টেম পাল্টে আল্লাহর সিস্টেমে প্রত্যাবর্তন করতে হবে: হোসাইন মোহাম্মদ সেলিম

কুষ্টিয়া প্রতিনিধি: ‘অন্তর্বর্তী সরকার সিস্টেম সংস্কারে হাত দিয়েছেন। আমরা বিগত দুই যুগেরও বেশি সময় ধরে এ কথাই বলে এসেছি। চলমান সিস্টেমটা পরিবর্তন করতে হবে। তবে সিস্টেমের সংস্কার নয় কেবল এর আমূল পরিবর্তন করতে হবে। মানব রচিত বাদ-মতবাদ, তন্ত্র মন্ত্র বাদ দিয়ে স্রষ্টার দেওয়া জীবন ব্যাবস্থাকে প্রতিষ্ঠিত করতে হবে। লমান সিস্টেম পাল্টে আল্লাহর সিস্টেমে প্রত্যাবর্তন করতে হবে।’

সোমবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘রাষ্ট্র সংস্কারে ইসলামের সমাধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম এসব কথা বলেন।

হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, আমাদের সামনে দীন বা জীবনব্যবস্থা বা সিস্টেম অব লাইফ দু’টি। একটি হচ্ছে মানুষের তৈরি দীন: যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, আমিরতন্ত্র, একনায়কতন্ত্র ইত্যাদি। আরেকটি আল্লাহর দেওয়া দীন: ইসলাম। আমরা কোনটা গ্রহণ করব সেটা আমাদের ব্যাপার। আমরা মানুষের তৈরি সিস্টেম গ্রহণ করলে একটা ফল পাবো আর আল্লার দেওয়া সিস্টেম গ্রহণ করলে আরেকটা ফল পাবো।’

তিনি আরো বলেন, ‘যে সিস্টেমটাকে বর্তমানে আমরা আঁকড়ে ধরে আছি, তার গোড়াতেই গলদ। গোড়ায় থাকা সেই গলদের ফলাফল হিসেবে আমাদের সামনে বহু সমস্যা দৃশ্যমান হচ্ছে। আর সবাই মিলে সেগুলো সমাধানের চেষ্টা করছে, অথচ গোড়াতে কেউ হাতই দিচ্ছে না। গোড়াতে হাত দিতে হবে। সিস্টেমটাই পাল্টাতে হবে। এই সিস্টেম পাল্টে আল্লাহর দেওয়া সিস্টেমে প্রত্যাবর্তন করতে হবে।’

হেযবুত তওহীদের ইমাম বলেন, বৈশ্বিক সন্ত্রাসবাদ পৃথিবীকে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বাংলাদেশেও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতে জাতি ও দেশকে নিরাপদ রাখতে ১৬ কোটি মানুষের সন্ত্রাস-জঙ্গিবাদ-ধর্মব্যবসা-অপরাজনীতি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য।

মিথ্যা গুজব রটনা করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি মব জাস্টিস ইসলামের সুমহান আদর্শের পরিপন্থী মন্তব্য করে ইসলামী দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ছাত্রদের রক্তের বিনিময়ে সরকার পতনের মাধ্যমে যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে তখন আপনারা শুরু করলেন এর বাড়িতে হামলা ওর বাড়িতে হামলা, এই মাজারে হামলা ঐ দরবারে হামলা, প্রতিপক্ষ মত-ফেরকার বিরুদ্ধে আক্রমণ, লুটপাট, ভাংচুর, অগ্নিকাণ্ড। এটা কারোরই কাম্য নয়।

এদিন হেযবুত তাওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমকে একনজর দেখতে সরাসরি তার বক্তব্য শুনতে হাজারো মানুষের ঢল নামে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলেনায়তনে। অনুষ্ঠান শুরুর আগেই হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হলরুমে জায়গা না পেয়ে বাইরে খোলা জায়গা ও সড়কে অবস্থান করে হাজারো কর্মী। ঘণ্টা পর ঘণ্টা তারা সেখানে অবস্থান করে হেযবুত তওহীদের ইমামকে এক নজর দেখার জন্য।

হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের প্রধান মুখপাত্র ও আন্তর্জাতিক প্রচার বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান, কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দিন, খুলনা -২ বিভাগের সভাপতি জসেব উদ্দিন, নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, খুলনা -২ বিভাগের নারী সম্পাদক জেরিন সাইয়েরা, কুষ্টিয়া জেলা নারী সম্পাদক আম্মারা আক্তার শাপলা।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, হেযবুত তওহীদের কৃষি উদ্যোক্তা ও হেযবুত তওহীদের কেন্দ্রীয় কৃষি সম্পাদক মো. মোতালিব খান, মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শাহারুল ইসলাম, ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদের সভাপতি তানভীর আহম্মেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button