অপরাধ

ওয়ারেন্ট ভুক্ত ০১ জনসহ মোট- ০৪ জন আসামি গ্রেফতার

ওয়ারেন্ট ভুক্ত ০১ জনসহ মোট- ০৪ জন আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

জিআর ওয়ারেন্ট ভুক্ত ০১ জনসহ মোট- ০৪ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ ।

ময়মনসিংহের মুক্তাগাছা থেকে জিআর ওয়ারেন্ট ভুক্ত ০১ জনসহ মোট- ০৪ আসামী গ্রেফতার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার দুপুরে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান , পুলিশ সুপারের নির্দেশনায় গত ৩০ আগস্ট এফআইআর করা মামলার আসামী মোঃ আলমগীর কবির ( ২৮), পিতা-মোঃ আইয়ুব আলী, মাতা-মোছাঃ ফজিলা বেগম গ্রাম- নন্দীবাড়ী, থানা- মুক্তাগাছা, জেলা –ময়মনসিংহ (সদস্য, তাঁতী লীগ, মুক্তাগাছা উপজেলা, ময়মনসিংহ)

কে সহ গত ০৮ অক্টোবর, ২০২৪ ইং তারিখে এফআইআর করা মামলার অন্য আসামী আকরাম হোসেন (৪২), পিতা-মৃত আমির হোসেন ওরফে আমির আলী , গ্রাম- কালিকাপুর , থানা- মুক্তাগাছা, জেলা –ময়মনসিংহ (সাবেক সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ড, ৭নং ঘোগা ইউনিয়ন, আওয়ামী লীগ, মুক্তাগাছা উপজেলা, ময়মনসিংহ) সহ এজাহাননামীয় আসামী ০১ জন এবং মোঃ সুজন মিয়া (৩২), পিতা-আব্দুস সালাম, মাতা-শাহিদা বেগম , গ্রাম- লক্ষীখোলা, থানা- মুক্তাগাছা, জেলা –ময়মনসিংহ।

নন এফআইআর মামলার আসামী ও ওসমান গনি, পিতা-সোবান, মাতা-মোছাঃ রিনা, গ্রাম- বন্দ গোয়ালিয়া, থানা- মুক্তাগাছা, জেলা –ময়মনসিংহ সর্বমোট চার জন কে গ্রেফতার করা হয় । পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button