ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ শহরে বরুণ ঘোষ (৪০) নামের এক আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের ঘোষপাড়া মোড়ে ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
বরুণ ওই এলাকার নরেন ঘোষের ছেলে। তিনি পেশায় একজন রড-সিমেন্ট ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে শহরের ঘোষপাড়া মোড়ে ব্রিজের পাশে অবস্থান করছিলেন বরুণ ঘোষ। এসময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কনক কান্তি দাস বলেন, ‘বরুণ খুব ভালো ছেলে ছিল। আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিল সে। সদ্য শেষ হওয়া নির্বাচনে সে নৌকার পক্ষে কাজ করেছিল, বিভিন্ন সভায় গিয়েছিল। তাকে হত্যার এ কারণও হতে পারে আবার অন্য কোনো কারণও থাকতে পারে।’
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, এখনই ঘটনার সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে আমরা কাজ করছি। আশা করছি, খুব দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারবো।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে।