ময়মনসিংহ জেলা বালি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় রেশনিং প্রথা চালুর দাবি

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা বালি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় রেশনিং প্রথা চালুর দাবি
ময়মনসিংহ বালি শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালুর দাবি জানান জেলা বালি শ্রমিক ইউনিয়নের শ্রমিক ও নেতারা। এ সময় তারা ব্রহ্মপুত্র নদে বালি উত্তোলনে সকল ধরনের বাঁধা ও প্রতিবন্ধকতা দূর করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
রবিবার (২২ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টায় ময়মনসিংহ নগরীর কাচারী ঘাট ব্রহ্মপুত্র নদ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সাধারণ সভায় এই দাবি জানায় জেলা বালি শ্রমিক ইউনিয়ন।
সভায় শ্রমিক নেতারা আরও বলেন, শ্রমিকের অধিকার প্রশ্নে প্রশাসনের উদাসিন ভূমিকার কারণে নদের বালি উত্তোলনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে রাজনৈতিক প্রভাবশালীরা। এই বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হোক। অন্যথায় বালি শ্রমিকরা নিজের অধিকারের প্রশ্নে রাজপথেরে আন্দোলনে কঠোন অবস্থান নিতে বাধ্য হবে।
সভায় জেলা বালি শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক মো: রূহুল আমিন।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মাহাবুব বান ছাইফ, আইন উপদেষ্টা অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কার্যকরী সভাপতি শ্রী কমল বসাক, ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি গূকল সূত্রধর মানিক, সাংবাদিক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, শ্রমিক নেতা মো: রুবেল মিয়া প্রমূখ। সভায় জেলা বালি শ্রমিক ইউনিয়নের কয়েক হাজার শ্রমিক অংশ গ্রহন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক নেতা রূহুল আমিন বলেন, ডেজ্রার মেশিনে বালি তুলে তা পুজিবাদী হাতে বিক্রি করবে প্রশাসন। আর শ্রমিকরা কষ্ট করে বালি উত্তোলন করে জীবন-যাপন করলে বাঁধা দেওয়া হবে, এটা মেনে নেওয়া হবে না। অবিলম্বে ব্রহ্মপুত্র নদে বালি উত্তোলনে সকল বাঁধা দূর করা হোক।