মুক্তাগাছায় জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র-জনতার মশাল মিছিল

মুক্তাগাছায় জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র-জনতার মশাল মিছিল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশী নাগরিকের উপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটি মুক্তাগাছা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ ও মশাল মিছিলের আয়োজন করা হয়।
উপজেলার মুক্তাগাছা পৌরসভার মূল-ফটকে জাতীয় নাগরিক কমিটি মুক্তাগাছা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা রাত সাড়ে ৮ টায় মশাল হাতে জড়ো হয় এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি মিছিল বিক্ষোভ বের করে শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে।
উপস্থিত ছাত্র-জনতা মশাল মিছিলে শ্লোগান দিতে থাকে দিল্লি না ঢাকা? ঢাকা,ঢাকা। গোলামী না আজাদী? আজাদী,আজাদী। ভারতের অগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও।
উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা খায়রুল ইসলাম বলেন,আমাদের জীবন থাকতে ভারতের আগ্রাসন মেনে নেওয়া হবে না। জীবন গেলেও দেশের এক ইঞ্চি মাটিও ছেড়ে দিতে পারি না। যারা ভারতের তাবেদারি করবে তাদেরকেও ছাড়া দেওয়া হবে না।
এ সময় বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির নেতাকৃষিবিদ মাহমুদুল হাসান লিটন,ডা.মাকামে মাহমুদ,প্রকৌশলী
ফরহাদ আলম,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা খাইরুল ইসলাম, আল মাহফুজ শান্ত,নাহিদুল হক,মিরাজ,নূর মোহাম্মদ,আরিফুল ইসলাম, আল-আমিন প্রমুখ। স্থানীয় ছাত্র-জনতা মশাল মিছিলে উপস্থিত ছিলেন।