ধর্ম

মুক্তাগাছায় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

মুক্তাগাছায় রাধা গবিন্দ মন্দিরে সম্পন্ন হলো মহানামযজ্ঞ অনুষ্ঠানের

শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত ।

প্রতিবছর বিভিন্ন ধর্মীয় উৎসব এবং অনুষ্ঠান আমাদের সামাজিক ও আধ্যাত্মিক জীবনের অঙ্গ হয়ে ওঠে। শ্রী শ্রী তারকব্রহ্ম মহরম-এর অনুষ্ঠান এবং অষ্টকালীন লীলা কীর্তন এর আয়োজন আমাদের সমাজে এক বিশাল আধ্যাত্মিক উদযাপন হিসেবে পরিচিত। এই ধরনের আধ্যাত্মিক অনুষ্ঠানের মাধ্যমে সাধকরা ঈশ্বরের প্রতি আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করতে পারেন এবং সবাই একত্রে মঙ্গল ও কল্যাণ কামনা করতে পারে।

তারই ধারাবাহিকতায় আজ ১৯জানুয়ারী মহন্ত বিদায়ের মধ্যদিয়ে ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের মুজাটি রাধা গবিন্দ মন্দিরে সম্পন্ন হলো মহানামযজ্ঞ অনুষ্ঠানের ।

স্থানীয় ভক্তবৃন্দরা জানান এমন আয়োজন প্রতি বছর করা প্রয়োজন ।

তিনদিনব্যাপী আয়োজনের শৃংখলা ও নিরাপত্তার ব্যপারে উৎসব কমিটির সাধারণ সম্পাদক সজল চন্দ দে বলেন , পর্যাপ্ত ভলেন্টিয়ারের ব্যাবস্থা রাখা হয়েছে এবং প্রশাসন সব সময় তদারকি রাখছেন

মুজাটি রাধা গবিন্দ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুমন সরকার জানান উৎসব মুখর পরিবেশে নামযজ্ঞ সম্পন্ন হয়েছে।

শ্রী শ্রী তারকব্রহ্ম মহরম যোগ্য অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন আয়োজনের মাধ্যমে ঈশ্বরের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা হয়। এই ধরনের আধ্যাত্মিক অনুষ্ঠানগুলো মানুষকে একত্রিত করে, সমাজে শান্তি ও ঐক্য সৃষ্টি করে এবং আত্মিক উন্নতির পথে পরিচালিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button