জাতীয়

মুক্তাগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

মুক্তাগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
 মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি :
 ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) উপজেলা পরিষদের  হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
 উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেজর আসাদ, অফিসার ইনচার্জ কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদ, কৃষি কর্মকর্তা সেলিনা পারভিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কান্তি সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) নায়েব আলী খান, পল্লি-উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন’সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভায় সরকারী ও বেসরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় চাঁদাবাজি, যানজট, চোরাচালান প্রতিরোধ, গ্রাম আদালত ব্যবস্থাপনা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণার বিষয়ে আলোচনা করা হয় । 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button