অপরাধসর্বশেষ

ময়মনসিংহ ডিসি কতৃক শ্রমিক নেতা ও শ্রমিকদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহ ডিসি কতৃক শ্রমিক নেতা ও শ্রমিকদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহ ডিসি কতৃক শ্রমিক নেতা ও শ্রমিকদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ হোসাইন আলী, ময়মনসিংহ ব্যুরো :

জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক নেতা ও গার্মেন্টস শ্রমিকদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সভাপতি মাহতাব হোসেন আরজু, নয়া গণতান্ত্রিক গণমোর্চার জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক রুমেল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির অন্যতম নেত্রী বাবলী আকন্দ, সমাজ রুপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা কমিটির নেতা ও ছাত্র সমন্বয়ক মুনিম, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেত্রী রোজিনা আক্তার সুমি, কুলসুম বেগম, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মুখলেছুর রহমান দুলাল ও কমিটির নেতা শাহ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ভালুকায় অবস্থিত এডাম স্টাইলের শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে আজ (২১ জানুয়ারী) দিনভর ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। শ্রমিকদের অবস্থান কর্মসূচিতে জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেনসহ বিভিন্ন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। বিকালে জেলা প্রশাসক মুফিদুল ইসলাম তার কার্যালয়ে এসে শ্রমিক প্রতিনিধিদের কথা বলতে ডাকেন। এসময় কারখানার শ্রমিকরাসহ শ্রমিক নেতৃবৃন্দ বকেয়া মজুরি পরিশোধের জন্য মালিক কর্তৃপক্ষের বার বার তারিখ বরখেলাপ করার কথা জেলা প্রশাসককে জানান। শ্রমিকরা গত ৩ মাস ধরে মজুরি না পাওয়ায় অনেকেই ঘরভাড়া ও দোকানের বকেয়া পরিশোধ করতে পারছে না। এ কারণে বাড়ির মালিকরা শ্রমিকদের ঘর থেকে বের করে দেয়া ও দোকানে বাকি দেয়া বন্ধ করে দেয়ার মত মানবেতর জীবন যাপনের চিত্র তুলে ধরেন।

এহেন অবস্থায় শ্রমিকরা তাদের মজুরি আদায় করে দেয়ার জন্য ডিসিকে অনুরোধ জানান। এসময় ডিসি উত্তেজিত হয়ে শ্রমিকদের ধমক শুরু করেন। উপস্থিত শ্রমিক নেতারা শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানালে ডিসি তাদের উপরেও ক্ষিপ্ত হোন। জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সদস্য ও ট্রেড ইউনিয়নের সেক্রেটারি তফাজ্জল হোসেনের প্রতি শ্রমিকদের উত্তেজিত করার অভিযোগ এনে তার উপর মামলা করার হুমকি প্রদান করেন জেলা প্রশাসক ।

জেলা প্রশাসকের এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিকভাবে শ্রমিকরা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হোন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button