কৃষি মেলার সমাপ্তির দিনে প্রদর্শনীতে প্রথম পুরস্কার পায় মডেল গ্রাম
কৃষি মেলার সমাপ্তির দিনেও মানুষের উচ্ছ্বাস

কৃষি মেলার সমাপ্তির দিনেও মানুষের উচ্ছ্বাস
মুক্তাগাছা প্রতিনিধিঃ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হওয়া ৩ দিন ব্যাপি কৃষি মেলার সমাপ্তি হলো আজ।
বৃহস্পতিবার সকাল থেকেই যথারিতি স্টলগুলো সাজিয়ে প্রদর্শনীতে ব্যস্ত সময় পার করছিলেন উপ সহকারী কৃষি অফিসারগণ।
বৃহ: সকাল থেকেই চোখে পড়ে দর্শনার্থী হিসেবে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দেরও । তাদের সঙ্গে কথা বললে তারা জানান এমন ধরনের আয়োজন এর মাধ্যমে নতুন করে গাছ এবং প্রকৃতি সম্পর্কে জানতে পারেন তাই এমন আয়োজন প্রতিবছর করার প্রত্যাশা করেন তারা ।
এছাড়া উপসহকারী কর্মকর্তা দের সঙ্গে কথা বললে তারা জানান মানুষ কৃষি সম্পর্কে জানতে আগ্রহী এবং এ ধরনের আয়োজন সকল উপজেলা বাসীর জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করেন তারা।
এছাড়াও মেলায় সমাপনী উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভীনের সভাপতিত্বে প্রদর্শিত ২০ টি পণ্যে পুরস্কার প্রদান করা হয়েছে ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেন।
প্রথম পুরস্কার পায় মডেল গ্রাম প্রদর্শনী দ্বিতীয় পুরস্কার দেওয়া হয় আধুনিক কৃষি প্রযুক্তি কর্নার ও তৃতীয় পুরস্কার দেওয়া হয় পারিবারিক পুষ্টিবাগান কর্নার।
সেই সাথে মেলায় অংশগ্রহণকারী সকল স্টলের সদস্যদের বিশেষ পুরস্কার প্রদান করা হয় ।