শার্শা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার

শার্শা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার
শার্শা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৪০ (একশত চল্লিশ) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
অদ্য ০১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ সকাল ০৯.২০ ঘটিকায় শার্শা থানার এসআই (নিঃ) মোঃ উজ্জল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে অত্র থানাধীন চটকাপোতা গ্রামের পলাতক আসামী মোঃ আকিকুল ইসলাম (৩২) এর গোয়াল ঘরের মধ্য হতে নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে ১৪০ (একশত চল্লিশ) বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ সময় আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পরবর্তীতে এসংক্রান্তে পলাতক আসামী মোঃ আকিকুল ইসলামের নামে শার্শা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আসামী মোঃ আকিকুল ইসলাম (৩২), পিতা- আঃ রাজ্জাক, সাং- চটকাপোতা (উত্তরপাড়া), থানা- শার্শা, জেলা- যশোর।
উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো হলো
১। ১৪০ (একশত চল্লিশ) বোতল ফেনসিডিল।
২। ০১টি নীল রঙের প্লাস্টিকের ড্রাম।
শার্শা থানা পুলিশের এই অভিযান মাদক নিয়ন্ত্রণে তাদের কঠোর অবস্থানের প্রমাণ বহন করে। মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।