
মুক্তাগাছায় ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় কেন্দ্রীয় ছাত্রদলের আহ্বানে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির প্রস্তুতিমূলক আলোচনা সভা ও অধ্যক্ষকে অবহিতকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার দুপুরে মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রদলের আহ্বায়ক শওকত হোসেনের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় শওকত হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল কার্যক্রম প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছেন।
কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ বশির উদ্দিন খানকে ছাত্রদলের নেওয়া কর্মসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।
প্রস্তুতিমূলক সভায় কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ সরকার, মোহাম্মদ রাশেদ মিয়া, সারওয়ার ইসলাম জিমসহ কলেজ ছাত্রদলের একাংশ। এছাড়াও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান আহমেদ, জহিরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাজিব সাহা উপস্থিত ছিলেন।