অপরাধসর্বশেষ

শার্শা ৮ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় আহত রোকনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শার্শা ৮ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় আহত রোকনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।

স্টাফ রিপোর্টার:

যশোরের শার্শায় মোটরসাইকেল গতিরোধ করে কুপিয়ে ৮ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় আহত আব্দুর রশিদ রোকন(৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

শুক্রবার দিবাগত-রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রোকনুজ্জামানের শ্যালক রুহুল আমিন জানান, ঘটনার দিন আহত রোকনকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে ভর্তি করে ২ দিন চিকিৎসধীন ছিলো।হঠ্যাৎ শুক্রবার সন্ধায় তার শারীরিক অস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।তবে সেখানে তাকে ভর্তি না নিলে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে রাত ১২ টার পরপরই তার মৃত্যু হয়।

উল্লেখ, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে বাগআঁচড়া গ্রামের আব্দুর রশিদ ওরফে রোকন তার শ্যালক রুহুল আমিনের ফিড ব্যবসার পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইকেল যোগে নাভারণ বাজার থেকে বাগআঁচড়া যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে আক্রমণ চালিয়ে কুপিয়ে ৮ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পর শার্শা থানার পুলিশ অভিযান চালিয়ে হৃদয় ও ফয়সাল নামে দুইজনকে আটক করে। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় পালিয়ে যাওয়া আরও দুই আসামি তরিকুল ও রাব্বিকেও আটক করা হয়। পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ৮ লাখ ৩ হাজার টাকা উদ্ধার হয় এবং আসামীদের আদালতে সোপর্দ করা হয়।

এদিকে শনিবার সকালে মরদেহ গ্রামের বাড়ি বাগআঁচড়া পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে।পরে শার্শা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

ময়নাতদন্ত শেষে মাগরিব নামাজ বাদ বাগআচড়া বড় মসজিদ প্রাঙ্গনে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্হান ময়দানে তাহার দাফন কাজ সম্পাদনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button