অপরাধ

বিজিবির অভিযানে ভারতীয় রুপা সহ ২ জন আটক।

নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় রুপা সহ ২ জন আটক।

 

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকা হতে ০২জন আসামীসহ ১,৫৭,২১,৫০০/এক কোটি সাতান্ন লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় রুপার অলংকার উদ্ধার।শনিবার নাভারন মোড় থেকে রুপার অলংকার উদ্ধার করা হয়।এ সময় জাহাঙ্গীর কবির লিটু ও মেহেদী হাসান নামে দুই পাচারকারীকে আটক করেন।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, রুপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ০০৫০ ঘটিকায় যশোর জেলার শার্শা থানার অন্তর্গত নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)এর একটি বিশেষ টহলদল সাতক্ষীরা থেকে ঢাকাগামী হামদান পরিবহন(যশোর-ব-১১-০২৬৬)এর একটি বাস তল্লাশী করে ০২জন আসামীসহ ব্যাগের ভিতর হতে স্কচটেপ দ্বারা মোড়ানো ছোট বড় ৭১ টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেট হতে সর্বমোট ১,৫৭,২১,৫০০/-(এক কোটি সাতান্ন লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা মূল্যের ৭০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা রুপার অলংকারগুলো ভারত হতে বাংলাদেশে পাচার করে নিয়ে এসেছে বলে স্বীকার করে।

আটককৃত আসামীদেরকে শার্শা থানায় মামলা দায়ের এর মাধ্যমে শার্শা থানায় এবং ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার যশোর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।

আটকরা হলো মোঃ জাহাঙ্গীর কবির লিটু (৪৮) পিতা- মৃত কাসেম আলী, গ্রাম- বাগরি, পোস্ট-বাগছড়া থানা-শাশা, জেলা- যশোর ও মোঃ মেহেদী হাসান (২৫) পিতা- মোঃ জাহাঙ্গির কবির লিটুন, গ্রাম- বাগরি, পোস্ট-বাগছড়া থানা-শাশা, জেলা- যশোর।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button