অপরাধজাতীয়

গু*জ*ব রটিয়ে হেযবুত তওহীদের বাড়িঘরে হা*ম*লা ও অ/গ্নি/সংযোগ– আ*হ*ত ২০, জি*ম্মি ২

হেযবুত তওহীদের বাড়িঘরে হা*ম*লা ও অ/গ্নি/সংযোগ– আ*হ*ত ২০, জি*ম্মি ২

গু*জ*ব রটিয়ে হেযবুত তওহীদের বাড়িঘরে হা*ম*লা ও অ/গ্নি/সংযোগ– আ*হ*ত ২০, জি*ম্মি ২

নিজস্ব প্রতিনিধি: 

রংপুরের পীরগাছা উপজেলায় গুজব সৃষ্টি করে হেযবুত তওহীদের সদস্যদের বাড়িঘরে হামলা চালিয়েছে একটি উগ্রবাদী গোষ্ঠী। এসময় হামলাকারীরা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়, এবং হেযবুত তওহীদের সদস্যদের উপর সশস্ত্র হামলা চালায়।

এ ঘটনায় ২০ জন আহত হয় এবং রংপুর ও লালমনিরহাটে সংগঠনের দুই সদস্যকে জিম্মি করে রাখা হয়েছে। যাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

আজ সোমবার সকালেই উপজেলার পারুল ইউনিয়নের নাগদহ ছিদাম বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের বাড়ি লক্ষ্য করে উগ্রবাদী গোষ্ঠীটি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে আক্রমণ চালায়। হামলাকারীরা শুধু তার বাড়ি নয়, আশপাশেরও আরও চারটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে ।

হামলায় সংগঠনের অন্তত ১৫ জন সদস্যসহ মোট ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন

  • ডা. আজিজ
  • সুজন আলী
  • মনিরুজ্জামান বাবু
  • মনির হোসেন
  • আলমগীর হোসেন
  • ভুট্টু
  • মুইন উদ্দীন
  • ইমরান রানা
  • গফুর আলী
  • আবিয়াজ রহমান সাগর ও
  • এমদাদসহ আরও কয়েকজন।

এদিকে হামলার পর স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও ঘটনাস্থলে পৌঁছাতে তাদের বিলম্ব হয়। দুপুর ১২টার দিকে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হেযবুত তওহীদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করছিলেন, কিন্তু একটি উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। তারা প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের দাবি জানিয়ে অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এই ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রশাসন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button