অপরাধ

ডিবি পুলিশের অভিযানে ট্রাক সহ ডাকাত দলের ৬সদস্য ও মালামাল গ্রহণকারী ১ জন গ্রেফতার

ডিবি পুলিশের অভিযানে ট্রাক সহ ডাকাত দলের ৬সদস্য ও মালামাল গ্রহণকারী ১ জন গ্রেফতার

মোঃ হোসাইন আলী, ময়মনসিংহ:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ০৬ সদস্য এবং ডাকাতির মালামাল গ্রহনকারী ০১ সদস্য গ্রেফতারসহ ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।ডিবির চৌকস আভিযানিক টিম গত ২২/০২/২০২৫ তারিখ হইতে ২৩/০২/২০২৫ তারিখ নারায়ণঞ্জ, গাজীপুর ও নেত্রকোনা জেলায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্য ১। মোঃ শরীফ হোসেন (২৬), ২। মোঃ নাঈম আহম্মেদ (২২), ৩। মোঃ ইয়াসিন (২৪), ৪। মোঃ রাজন (২২), ৫। মোঃ হাসানু (২১), ৬। মোঃ মামুন মিয়া (২২) দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের হেফাজত হতে ডাকাতির ঘটনায় ব্যবহৃত ট্রাকটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শামীম হোসেন এই তথ্য জানান। তিনি আরো বলেন,

গত ২৯/০১/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় রাজীব পরিবহনের একটি ট্রাক যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো ট ২৪-৮২৫৬ এর ড্রাইভার জুয়েল মিয়া ও তার হেলপার আলম মিয়াসহ চট্টগ্রাম জেলাধীন মীরেশ্বরাই থানাধীন বারুইহাট বাজার হতে ১৫ (পনের) টন রড, যাহার মূল্য অনুমান ১৩,১৪,১৫০/-টাকা বোঝাই করে শেরপুর জেলার উদ্দেশ্যে রওনা করেন। উক্ত ট্রাকটি ৩০/০১/২০২৫ তারিখ ভোর অনুমান ০৪.৩০-০৪.৪৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ত্রিশালধীন ১০নং মঠবাড়ী ইউনিয়নের রায়মনি সাকিনস্থ মুন্সিবাড়ী এলাকার জনৈক সাইফুল মাস্টারের নির্মাণাধীন মার্কেটের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে পৌঁছা মাত্রই একটি খালি ট্রাক দিয়ে রড বোঝাইকৃত ট্রাকটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে ট্রাকটি থামাতে বাধ্য করে।

পরবর্তীতে খালি ট্রাক থেকে ১৫ জন অজ্ঞাতনামা ডাকাত ধারালো দা, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে রড বোঝাইকৃত ট্রাকের কাছে এসে ড্রাইভার জুয়েলকে হাতে এবং মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে এবং হেলপারকে আলম মিয়াকে ট্রাক থেকে ধাক্কা দিয়ে ফেলে রডভর্তি ট্রাক নিয়ে যায়। উক্ত ডাকাতির ঘটনা বিষয়ে ত্রিশাল থানা অবগত হওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন, ভিকটিমদের জিজ্ঞাসাবাদ, পার্শ্ববর্তী থানাসমুহে বেতার বার্তা প্রদান এবং টহলে নিয়োজিত পেট্রোলসমুহকে ডাকাতির বিষয়টি অবগত করে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করা হয়। ব্যাপক পুলিশি তৎপরতার কারনে ভালুকা টু গফরগাও পাকা রাস্তার ধীতপুর বাওয়ারগ্রাম নামক স্থানে লুণ্ঠিত ট্রাক এবং ট্রাকে থাকা ১৩ টন ৪১৫ কেজি রড রেখে ডাকাতদল পালিয়ে যায়। উক্ত ঘটনায় রাজীব পরিবহনের পক্ষে পরিবহনের ম্যানেজার মোঃ লুৎফর রহমান বাদী হয়ে ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করলে অজ্ঞাতনামা ডাকাত দলের বিরুদ্ধে ত্রিশাল থানার মামলা নং-২০, তারিখ-৩০/০১/২০২৫ ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর ত্রিশাল থানা পুলিশের পাশাপাশি পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশে ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করেন।

ডিবির আভিযানিক টিম গত ২২/০২/২০২৫ তারিখ হইতে ২৩/০২/২০২৫ তারিখ পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির পন্য গ্রহনকারী একজন দোকানদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দোফাদার ইদ্রিস আলী (৫০) ডাকাতির মালামাল জেনেও ক্রয় করেছেন বলে জানান।
উলেক্ষ,আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদসহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button