অপরাধআন্তর্জাতিকধর্ম

বিশ্বাসঘাতক, অভিশপ্ত ইহুলি ও ভারতে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর মুসলিম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে জনতার স্রোত

মুক্তাগাছায় ইসরাইল ও ভারত বিরোধী বিক্ষোভে জনতার স্রোত 

ইফতে খায়রুল আলম

ময়মনসিংহের মুক্তাগাছায় ইসরাইল ও ভারত বিরোধী বিক্ষোভে ইত্তেফাকুল উলামা ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে জনতার স্রোত দেখা গিয়েছে।

শুক্রবার বাদ জুমাখা স্থানীয় বড় মসজিদের সামনে ইত্তেফাকুল উলামা ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে পবিত্র রমজান মাসে

বিশ্বাসঘাতক, অভিশপ্ত ইহুলি কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বোরোচিত হামলা ও ভারতে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক মুসলিম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার জনতা ইসরাইলি ও ইন্ডিয়ান পণ্য বয়কট স্লোগানে প্রকম্পিত করে তোলে সারা শহর।

বড় মসজিদ চার দিক থেকে মিছিলটি শহরের মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে ওলামা বাংলাদেশ মুক্তাগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আক্রাম হোসেন, ইত্তেফাকুল ওলামা মুক্তাগাছার সাধারণ সম্পাদক মাওলানা আমানুল্লাহ রাহমানি, মাওলানা জাবির হোসেন মুকাররমি, মাওলানা নূরে আলম সিদ্দিকী, মাওলানা আশিকুর রহমান, হাকিম কামরুল হাসান, মাওলানা মতিউর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অতর্কিত হামলা করে নারী ও শিশুদের বোমা মেরে হত্যা করা হচ্ছে। তখন সারা বিশ্বের মোড়ল আমেরিকা, জাতিসংঘ, ভারত শুধু তাকিয়ে তাকিয়ে হাসছে। সেদিন আর বেশি দূরে নয়।ইনশাআল্লাহ, আমেরিকার পেন্টাগনে কালেমার পতাকা উড়বেই। বিক্ষোভ মিছিল শেষে বড় মসজিদ চত্বরে ইসরাইলি আগ্রাসন থেকে ফিলিস্থিনিদের স্বাধীনতার জন্য মোনাজাত পরিচালিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button