অপরাধসর্বশেষসারাদেশ

মুক্তাগাছায় ৩ ডেবিলসহ মোট ৬ জন আটক

মুক্তাগাছায় ৩ ডেবিলসহ মোট ৬ জন আটক

 

ময়মনসিংহের মুক্তাগাছায় ৩ ডেবিলসহ বিভিন্ন মামলায় মোট ৬ জনকে আটক করেছে পুলিশ। ২৩ মার্চ রবিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন।

তিনি জানান, নিয়মিত মামলায় ৫ জন এবং ১ জন সি আর ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ডেবিল হান্ট অভিযানে আটককৃতরা হলেন বাশাটি ইউনিয়নের সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুবুল করিম তুষার এবং ৮ নং দুল্লা ইউনিয়নের সক্রিয় যুবলীগ কর্মী মো. ফারুক হোসেন। এছাড়াও ডলার মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং চুরির অভিযোগে ১ জনকে আটক করা হয়েছে।

অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button