অপরাধসর্বশেষ

“এই সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই না “ স্লোগানে শিশু মিমের ধর্ষকের ফাঁসির দাবিতে মুক্তাগাছায় ছাত্রদলের মানববন্ধন

“এই সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই” — শিশু মিম আক্তারের ধর্ষকের ফাঁসির দাবিতে মুক্তাগাছায় ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৯নং কাশিমপুর ইউনিয়নের নামা মহিষতারা গ্রামের ১০ বছর বয়সী শিশু মিম আক্তারকে নৃশংসভাবে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ধর্ষকের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার প্রেস ক্লাবের সামনে  “এই সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই”  স্লোগানে মুক্তাগাছা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তারা বলেন, এ ধরনের ঘৃণ্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করে ফাঁসির আদেশ কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করতে সাহস না পায়।

তারা আরও বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও আরও সচেতন ও সোচ্চার হতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মিম আক্তারের বড় ভাই, দাদা, আত্মীয়-স্বজন ও এলাকার সাধারণ মানুষ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব আসাদ ফরাজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন শাকিল, কলেজ ছাত্রদলের শওকত হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দিপু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান আহমেদ প্রমুখ। 

এছাড়াও মানববন্ধনে অংশ নেন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে সবাই মিলে মিম আক্তারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button