আর কে উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আর কে উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহের মুক্তাগাছায় আর কে উচ্চ বিদ্যালয়ের ২০১৪ তম ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল থেকেই প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে জমায়েত হতে শুরু করেন। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সাথে পুনর্মিলনে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন। পুরনো শ্রেণিকক্ষ, খেলার মাঠ ও বিদ্যালয়ের করিডোরে ঘুরে বেড়িয়ে তারা যেন আবারো কৈশোরে ফিরে যান।
বিশেষ দোয়া মাহফিলে বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক-শিক্ষিকাদের স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি সকলের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরপুর থাকার প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষকগণ এবং অতিথিরাও অংশ নেন। তারা প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার পরামর্শ দেন। প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেন।
ইফতার ও দোয়া মাহফিল শেষে কুশল বিনিময় এবং ফটোসেশনের মাধ্যমে দিনটির সমাপ্তি ঘটে। প্রাক্তন শিক্ষার্থীদের মতে, এ ধরনের আয়োজন তাদের বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতেও তারা একে অপরের সুখ-দুঃখের অংশীদার হবেন।