
শটপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫: শিরোপা জয়ের উৎসবে জ্যাকপট হান্টার, রানার্স আপ ছাত্রবাগান!
ময়মনসিংহের মুক্তাগাছার রাজের মোড় সংলগ্ন মুজাটি এলাকায় গোল্ডেন বয়েস স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত “শটপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫” (সিজন-১) যার সার্বিক সহযোগিতা করেন নাঈম ও মিলন।
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। ৬ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট ১০টি দল। প্রথম রাউন্ডে অনুষ্ঠিত হয় ৪৫টি রোমাঞ্চকর ম্যাচ।
পয়েন্ট তালিকার ভিত্তিতে সেমিফাইনালে ওঠে চারটি শীর্ষ দল— রিংকু মেমোরিয়াল, জ্যাকপট হান্টার, জনি মেমোরিয়াল, ছাত্রবাগান ।
সেমিফাইনাল শেষে ফাইনালে মুখোমুখি হয় জ্যাকপট হান্টার ও ছাত্রবাগান।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সভাপতিত্ব করেন উপজেলা শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব আসাদ ফরাজী। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ শহীদুল ইসলাম শহীদ — সভাপতি, পৌর বিএনপি ও সাবেক মেয়র, মুক্তাগাছা পৌরসভা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুর্শিদুজ্জামান খান সাইফুল, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, মোঃ মতিউর রহমান খোকন — যুগ্ম-আহবায়ক, উপজেলা বিএনপি, মোঃ নূরে হাসানুজ্জামান সোহাগ — সহ-সাধারণ সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল, মোঃ মঞ্জুরুল হক মোহন — সাধারণ সম্পাদক, বিএনপি, মুক্তাগাছা ।মো: আরিফ রব্বানী টুটুল — সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি, মোঃ শামছুল হক — সভাপতি, ২নং ওয়ার্ড বিএনপি, মোঃ ইউনুছ আলী — পৌর বিএনপি।
উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ, যেখানে জ্যাকপট হান্টার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয় এবং ছাত্রবাগান হয় রানার্স আপ।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বলেন, খেলাধুলা যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সাহায্য করে। তারা ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগে পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোল্ডেন বয়েস স্পোটিং ক্লাবের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক কবির হাসান, দপ্তর সম্পাদক মির্জা আব্দুল্লাহ, কোষাদক্ষ রুহুল খান ও প্রচার সম্পাদক মোশাররফ হোসেন মুক্তা, সম্মানিত সদস্য ও পৌর ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক নুরে আলম পলাশ, ছাত্রদল নেতা ও গোল্ডেন ভয়েস স্পোর্টিং ক্লাবের সদস্য ইমরান হাসান সৌরভ, প্রলয়, নাহিদ, অপু, জাকির, রাকিব, রকিব, সবুজ, রুবেল, সুজনসহ আরও অনেকে।
এই টুর্নামেন্ট শুধু খেলাধুলার আয়োজন নয়, বরং ছিল একটি বৃহৎ সামাজিক মিলনমেলা—যেখানে ক্রীড়াপ্রেমী যুবসমাজ একত্রিত হয়ে সৌহার্দ্য, মেধা ও প্রতিযোগিতার এক অসাধারণ চিত্র ফুটিয়ে তুলেছে।