
মুক্তাগাছায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত
ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও ১ জন আহত হয়েছে।
রবিবার বেলা ১২টায় উপজেলা পরিষদের পূর্ব পাশে খেলার মাঠ সংলগ্ন ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে একটি দ্রুতগামী মটর সাইকেল দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক অনন্ত (১৮) নিহত হয়।
অপর দুইজন জসিম উদ্দিন (২৮), অজ্ঞাত (২৫) কে মূমুর্ষূ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
নিহত অনন্ত মুক্তাগাছা উপজেলার আমোদপুর গ্রামের লিটন খানের পুত্র।
সুত্রজানায় হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আরো একজন মারা য়ায়। গুরুতর আহত ১ জন।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ২ জনের মৃত্যর সংবাদ নিশ্চিত করেন।তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি।