সর্বশেষসারাদেশ

সহায়তাকারীদের বার্ষিক সমাবেশ ও কার্যক্রমের সফলতা উদযাপন ২০২৪ অনুষ্ঠিত

সহায়তাকারীদের বার্ষিক সমাবেশ ও কার্যক্রমের সফলতা উদযাপন ২০২৪ অনুষ্ঠিত

মো: হোসেন আলী, ময়মনসিংহ :

ময়মনসিংহের মুক্তাগাছা সহায়তাকারীদের বার্ষিক সমাবেশ ও কার্যক্রমের সফলতা উদযাপন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে মুক্তাগাছা সাউথ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুর শাখার এসিও এ অনুষ্ঠানের আয়োজন করেন।

ওয়ার্ল্ড ভিশন জামালপুর শাখার এসিও ও সিনিয়র ম্যানেজার সেবাস্টিন পিউরিফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ডিরেক্টর চন্দন জেড গোমেজ।

এ সময় তিনি মাই লাইফ মাই ভিশন নামে একটি কার্ড প্রদর্শন করেন যেখানে স্বপ্নগুলো লিখে রাখা যায় এবং যাতে স্বপ্ন দ্রুত বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যেই এই কার্ডটি সকলকে দেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে প্রধান অতিথির বক্তব্যে আতিকুল ইসলাম বলেন নিজেদের মধ্যে সফলতার তাগিদ থাকলেই সফল হওয়া যায় আজকে তিনি এখানে যাদের দেখলেন তারা নিজেদের তাগিদেই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছেন বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়াও অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে গান, কবিতা, নৃত্য প্রদর্শনী করা হয় এমনকি পুরো অডিটোরিয়াম হলরুমের দেয়ালে রঙিন কাগজে লিখিত নানা স্বপ্ন প্রদর্শনী করা হয়।

সেই সাথে স্বপ্ন লেখকদের মাঝে উপহার তুলে দেন অতিথি বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button