
মুক্তাগাছায় মোশাররফ হোসেন স্মৃতি ক্রিকেট টুণামেন্টের উদ্বোধন
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:
সাবেক জ¦ালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মরহুম একেএম মোশাররফ হোসেন স্মৃতি ক্রিকেট টুণামেন্টের উদ্বোধন করা হয়েছে। একেএম মোশাররফ হোসেন স্মৃতি ক্রিকেট টুণামেন্ট পরিচালনা পষদ এ টুণামেন্টের আয়োজন করে। শনিবার বেলা ১১টায় আরকে উচ্চ বিদ্যালয়ের মাঠে টুণামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জমান লেবু। এ সময় বিশেষ অতিথি ও অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ মুশিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খান খোকন প্রমূখ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুজ্জামান সাঈদ জানান, মুক্তাগাছার আপামর জনতার প্রিয় মানুষ ছিলেন একেএম মোশাররফ হোসেন। তার স্মৃতিতে এ আয়োজন করতে পেরে খুব ভালো লাগছে। কমের মাধ্যমে তিনি আজীবন মানুষের হৃদয়ে গেথে থাকবেন।
শহর যুবদল নেতা মিঠুন চক্রবতী জানান, বিগত সময়ে এ ক্রীড়ার আমেজগুলো ধ্বংস করেছিল পতিত ফ্যাসিস্ট সরকার। আমরা সকলে মিলে সে আমেজটাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি। সফল করতে সকলের সহযোগিতা চাচ্ছি। একেএম মোশাররফ হোসেন সাহেব এ অঞ্চলে খেলাধূলার এক বিপ্লব এনেছিলেন আমরা তার স্মৃতি রক্ষায় এ আয়োজনের মাধ্যমে পুনরুদ্ধার করার চেষ্টা করছি।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান টুটুল জানান, মুক্তাগাছার মাটি ও মানুষের স্পন্দন একেএম মোশাররফ হোসেনের স্মরনে এ আয়োজন করেছি। তিনি আমাদের মুক্তাগাছাকে তিলোত্তমা নগরীতে পরিণত করেছেন। আমরা তার কমকে ধারন করি। তার প্রতি কৃতজ্ঞতা জানাতে এ আয়োজন করা।
উদ্বোধনী খেলায় ফ্রেন্ডস ফরএভার মধুপুর ও ভালুকা ইয়ং স্টার ক্রিকেট দল অংশ নেয় ।