থানায় ফেরা হলো না এএসআই রুস্তমের

থানায় ফেরা হলো না এএসআই রুস্তমের
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় (এএসআই) রুস্তম আলী (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের সত্রাশিয়া বাজারের পূর্বপাশে রব্বানী রাইস মিলের সামনে বিকাল সাড়ে ৫ টার দিকে ড্রামট্রাক প্রাইভেট কার ও মটরসাইকেলের মধ্যে ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ড্রামট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন রুস্তম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এএসআই রুস্তম আলী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালীকচ্ছ গ্রামের মৃত রমজান আলীর ছেলে। ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দি এলাকায় স্ত্রীসহ এক ছেলে ও তিন মেয়ে নিয়ে বসবাস করতে তিনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মুক্তাগাছা থানার এএসআই মো.রুস্তম আলী(বিপি-৮৩০৪০৮৯৮০০) উপজেলার কুমারগাতা এলাকায় মাদক উদ্ধার, ওয়ারেন্টভূক্ত আসামী ধরতে গিয়ে মনতলা এলাকা থেকে থানায় ফিরার পথে সত্রাশিয়া বাজারের পূর্ব পাশে ময়মনসিংহ-মুক্তাগাছা আঞ্চলিক সড়কের উপর রব্বানী রাইস মিলের সামনে পৌঁছনো মাত্র বিপরীত দিক থেকে আসা বেপরোয়া ড্রাম ট্রাক মুক্তাগাছা থানায় কর্মরত এই উপসহকরী পুলিশ পরিদর্শকে ধক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নতি চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছিলো । রাত সাড়ে ৭ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । বর্তমানে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান,সড়ক দুর্ঘটনায় এএসআই রুস্তম আলী মৃত্যুবরণ করেছেন। অজ্ঞাতনামা ঘাতক ড্রাম ট্রাক ও চালককে পালিয়ে গিয়েছে। ড্রামট্রাক ও চালককে ধরতে চেষ্টা করছে পুলিশ