সর্বশেষসারাদেশ

পাঁচ দফা দাবিতে দর্জি শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহে ৫ দফা দাবিতে দর্জি শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : 

আসন্ন রমজানের এক মাসে মোট কাজের গড় মজুরির ৬০% হারে উৎসব বোনাস প্রদান, দর্জি শ্রমিকদের জন্য সরকার ঘোষিত গেজেট ও শ্রম আইন বাস্তবায়নসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

১৯ ফেব্রুয়ারি বুধবার ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে  দর্জি শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবলী আকন্দ এর সঞ্চালনায় সমাবেশে  বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক তফাজ্জল হোসেন,ময়মনসিংহ পাওয়ার মেইনটেন্যান্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রুহুল আমিন,ময়মনসিংহ জেলা মটর সাইকেল ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান টমন, ময়মনসিংহ দর্জি শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আব্দুর রশিদ, দর্জি নেতা শাহআলম প্রমুখ।

এ সময় বক্তাগণ বলেন,  বর্তমানে দর্জি কারিগরদের যে রেট প্রদান করা হচ্ছে তা দিয়ে শহরে থেকে ঘরভাড়া, খাওয়া-দাওয়া, সন্ত¡ানদের পড়াশোনা করানোসহ পরিবারের অন্যান্য ব্যয় সংকুলান কোনভাবেই সম্ভব হচ্ছে না। ফলে খেয়ে না খেয়ে, অভাব-অনটন ও দু:খ-কষ্টে কারিগরদের জীবন অতিবাহিত হচ্ছে। দর্জি সেক্টরের জন্য সরকার ঘোষিত নি¤œতম মজুরির গেজেট বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয় নাই। এমনকি ১ (এক) মাসের মূল মজুরির সমমান উৎসব বোনাস প্রদানের নিয়ম ও প্রথা চালু থাকলেও দর্জি শ্রমিকদের নামকাওয়াস্তে বোনাস প্রদান করা হয়। ঈদকে সামনে রেখে রমজান মাসে দর্জি শ্রমিকদের উপর কাজের বাড়তি চাপ তৈরি হয়। গভীর রাত পর্যন্ত শ্রমিকদের কাজ করতে হয়। অথচ রাত্রিকালীন কাজের জন্য শ্রমিকদের কোন প্রকার টিফিন ভাতা বা নাইট এলাউন্স প্রদান করা হয় না।এছাড়া শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান বাধ্যতামূলক হলেও ময়মনসিংহ দর্জি সেক্টরে তা বাস্তবায়ন করা হচ্ছে না।

দর্জি সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরি বাস্তবায়ন করাসহ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (অদ্যাবধি সংশোধিত) এর ধারা-৫ অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান করতে হবে। ১ (এক) মাসের মোট কাজের গড় মজুরির ৬০% হারে বৎসরে দুটি উৎসব বোনাস প্রদান করতে হবে। রমজান মাসে টিফিন ভাতা হিসেবে জনপ্রতি ৮০/- টাকা এবং ১০০/- টাকা নাইট এলাউন্স প্রদান করতে হবে।

কারখানায় কারিগরদের জন্য বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশনের ব্যবস্থাসহ প্রয়োজনীয় দরজা-জানালা এবং আলো-বাতাসের ব্যবস্থা গ্রহন করে কাজের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে। এ সময় নেতৃবৃন্দ ৫ দফা দাবি উত্থাপন করে মালিকপক্ষকে তা বাস্তবায়নের আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button