
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, ৯ বছর বয়সী শিশু নিখোঁজ
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে রায়হান মল্লিক (৯) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে নলছিটির গৌড়িপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ছেলে রায়হান মল্লিক প্রতিবেশী জেলে বিপ্লব হাওলাদারের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল। নদীতে জাল ফেলার পর তারা নৌকায় বসে অপেক্ষা করছিল। এ সময় ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ দ্রুতগতিতে এসে নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি মুহূর্তেই দ্বিখণ্ডিত হয়ে পানিতে তলিয়ে যায়। বিপ্লব হাওলাদার সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও শিশুটি ডুবে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করলেও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। তবে এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”
এ ঘটনায় শিশুটির পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মা–বাবা আহাজারি করছেন এবং স্থানীয়রা দ্রুত উদ্ধার কার্যক্রম চালানোর দাবি জানিয়েছেন।
এ ধরনের দুর্ঘটনা নৌযান চলাচলের অনিয়ম ও নিরাপত্তাহীনতার চিত্র ফুটিয়ে তুলছে বলে মনে করছেন স্থানীয়রা। তারা দ্রুত নৌপথে শৃঙ্খলা আনতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা না যায়, ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।